মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক এলাকায় মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার ১৯ আগষ্ট সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ড. মিজানুর রহমান নেজামপুর ইউনিয়নের বকুলতলা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, দেয়াড়া ডিমকইল হাইস্কুল, দেয়াড়া ডিমকইল দাখিল মাদ্রাসা ও দেয়াড়া ডিমকইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জামাতের আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী, সহ-সেক্রেটারি মাওলানা মোঃ রইসুদ্দিন, নেজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল হক, নেজামপুর ইউনিয়ন আমীর মোঃ ওবায়দুল্লাহ।
মতবিনিময়কালে ড. মিজানুর রহমান বলেন, দেশের মানুষ এখন মনে করেন চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সুশাসনের বাংলাদেশ ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ কেবলমাত্র আল্লাহর আইন দ্বারা প্রতিষ্ঠিত করা সম্ভব। আর আল্লাহর আইন বিধান নিয়ে কাজ করে যাচ্ছে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন।
তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলবল নির্বীশেষে কেবলমাত্র জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করতে সকলকে অনুরোধ করেন। তাছাড়া বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, মানবিক মর্যাদা সম্পন্ন সুশাসনের বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।