আমিরাবাদ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কামাল হাছান, নলছিটি
নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯টায় অনাড়ম্বর উদ্বোধনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন এডভোকেট আকতার হোসেন রিপন।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি এডভোকেট আকতার হোসেন রিপন বলেন, "নলছিটি উপজেলার আমিরাবাদ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সমুন্নত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।