কামাল হাছান, নলছিটি।
ঝালকাঠি জেলার নলছিটিতে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ, ১ জানুয়ারি ২০২৫, বুধবার সকাল ১০ টায় নলছিটি পৌরসভার নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম, একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরীন আক্তার, উপজেলা রিসোর্স কর্মকর্তা কামরুজ্জামান রেজা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
এছাড়া, উপস্থিত ছিলেন নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ একরামুল করিম মিঠুমিঞা, নান্দিকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এবং অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজীম জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সকল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।