কামাল হাছান, নলছিটি।
ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার ০৩ অক্টোবর-২০২৫ খ্রি,তারিখ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ সচেতনতা সভা আয়োজন করা হয়।
আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।
ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এই কদিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
সচেতনতা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল খান, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি,নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর( ভারপ্রাপ্ত) আমীর এ্যাডভোকেট মোঃ আল আমীন,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা মোঃ শাহাদাৎ ফকির সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।