কামাল হাছান, নলছিটি
গতকাল ২২ এপ্রিল নলছিটি পৌরসভার নান্দিকাঠী উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা পঠন পদ্ধতির উন্নয়ন শীর্ষক এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার।
এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স কর্মকর্তা, নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তার, নান্দিকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।