কামাল হাছান, নলছিটি
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সকাল ১০ টায় র্যালী ও ১০-৩০ মিনিটে বেলুন উড়িয়ে এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০-৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন,বীর মুক্তিযোদ্ধাগন,রাজনৈতিক দলের প্রতিনিধি,গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সেলিম তালুকদারের মাতা এবং আহতরা সহ অন্যান্য শিক্ষার্থী প্রতিনিধিগন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধূরী, সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন,নলছিটি উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মোঃ মহসিন প্রমুখ।
জুলাই আন্দোলনে আহত নলছিটির দুই তরুন বেলাল হোসেন এবং মো:আবু মুসা তাদের বক্তব্যে জুলাই গন অভ্যূত্থানে আহতদের চিকিৎসায় অবহেলার কথা উল্লেখ করে সরকারের প্রতি আহবান জানান যাতে সরকার আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে অধিক গুরুত্ব প্রদান করেন।এছাড়াও তরুনদের সচেতনতা বাড়িয়ে মাদক নির্মুলেও কঠোর হবার আহবান জানান।
জুলাই গনহত্যার স্বীকার শহীদ সেলিম তালুকদারের মা বক্তব্যে কান্নায় ভেঙে পরেন।তিনি জানান ছেলের চিকিৎসায় প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাচাঁতে পারলেন না।এই টাকার প্রায় সবই ধার দেনা করা টাকা ছিলো।এখন পাওনাদাররা সেই টাকার জন্যও চাপ দিচ্ছে।এসময় তিনি প্রশ্ন রাখেন, তার সন্তান দেশের জন্য জীবন দিলো,দেশ এখন তাকে কি দিচ্ছে।বৃদ্ধ বয়সেই বা কিভাবে চলবেন তারা।সেজন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তারা।এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাথী আক্তার,লিমা আক্তার প্রমুখ।
তারুণ্যের উৎসবকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবেচনায় এর সফলতায় সর্বোচ্চ চেষ্টা করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম।তিনি বলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ গুরুত্ব রয়েছে তরুনদের প্রতি।এই তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে দেশের তরুন সমাজ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।