কামাল হাছান, নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত আগস্ট মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষায় ৩১ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এর মধ্যে ১২ জনকে ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। হাসপাতালে ভর্তি রোগীরা সবাই বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় থানার দুই সদস্যও ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসেও নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়িতে অবস্থান করছেন।
হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীরা জানান, নিয়মিত প্লাটিলেট পরীক্ষা ও চিকিৎসা সেবার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন বলেন, “ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।”