কামাল হাছান, নলছিটি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন শনিবার (৯ আগস্ট) নলছিটি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দুপুরে তিনি কামদেবপুর (সাধুরহাট) এলাকায় ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের পাটিকর বাড়ি পরিদর্শন করে স্থানীয় শিল্পীদের সঙ্গে সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। যোহরের নামাজ শেষে হদুয়া দরবার শরীফে মুসুল্লিদের সঙ্গে আলোচনা করেন। বিকালে রাজাবাড়ীয়া খ্রিষ্টান পল্লী পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সবুর কামরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড, শিল্প স্থাপন এবং সম্ভাবনাময় পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি করা হবে। এ অঞ্চলের শীতলপাটি শিল্প নিয়েও গবেষণা চলছে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার গঠন ও ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে সাজানো হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে যান, তাদের ৩১ দফা জানান এবং সুখে-দুঃখে পাশে থাকুন।
দিনব্যাপী কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।