
কামাল হাছান, নলছিটি
ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৭ নভেম্বর -২০২৫ খ্রি, তারিখ কোমলমতি শিশুদের ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৭ নভেম্বর ২০২৫ খ্রি, কোমলমতি শিশুদের জন্য ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিশুদের পুষ্টিকর খাবারের মাধ্যমে স্বাস্থ্যকর বিকাশ নিশ্চিত করা হবে।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লাভলী ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাবা শিরীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নলছিটি।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব সীমা আক্তার, প্রধান শিক্ষক, নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
জনাব মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার, নলছিটি
জনাব মোঃ এমদাদুল হক, প্রধান শিক্ষক, নান্দিকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
জনাব আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক, শিতলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য শিক্ষাব্যক্তিরা শিশুদের পুষ্টি ও শিক্ষা বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।