নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামে মনি আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার মোঃ মোস্তফা হাওলাদারের মেয়ে এবং স্থানীয় ডেবরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।