
প্রতিবেদন: মো. হৃদয় চৌধুরী, জেলা প্রতিনিধি, বান্দরবান পার্বত্য জেলা
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮.০০টায় ইউনিয়ন সভাপতি জনাব মুরাদুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারী জনাব হাফেজ রহমত উল্লার সঞ্চালনায় আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহি বলেন, “ছোট একটি মসজিদের ইমামের নির্বাচনের সময় যেমন তার সমস্ত যোগ্যতা যাচাই করা হয়, তেমনি একজন সংসদ সদস্যকে নির্বাচনের সময় তার সততা, চরিত্র ও দায়িত্বশীলতা যাচাই করা আমাদের দায়িত্ব। আমরা কখনো অসৎ, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ প্রার্থীকে নির্বাচিত করব না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা সেক্রেটারী জনাব শোয়াইবুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক জনাব মাহমুদুল হক, উপজেলা অফিস সম্পাদক জনাব আবু সুফিয়ান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃ হৃদয় চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন নয়াপাড়া ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা ছলিম উল্লাহ ও সদর ইউনিয়ন সেক্রেটারী জনাব আবু সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল ইসলাম রাজু, সদর ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব হাফেজ ইউনুস, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব সৈয়দ আমিন, এবং অন্যান্য নেতৃবৃন্দ যেমন ইউনুস আলী, আব্দুর রশিদ, নুরুচ্চাফা ও রেজাউল করিম বাদল।