
নিউজ ডেক্স , আমার সকাল ২৪
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে অন্যতম প্রস্তাব হলো, আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ পাঁচ কমিশনারের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ভোটে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
তিনি আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী—জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে—এই বিধান বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াত। এই বিধান সংশোধনের দাবিকে তিনি “লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণের প্রচেষ্টা” বলে মন্তব্য করেন।
সুষ্ঠু ভোটের স্বার্থে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি এবং সব দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।