
ফরিদপুর, ১ নভেম্বর: ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণে শনিবার বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি, ফরিদপুর জেলার পুলিশ সুপার ও কলেজের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম, নবীনদের উদ্দেশ্যে বলেন, "নিজেকে পরিপূর্ণ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলো। জ্ঞান অর্জন করো দেশের কল্যাণের জন্য। কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।"
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম, মোঃ রায়হান গফুর, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন বরণ শিক্ষার্থীদের জন্য আনন্দ ও প্রেরণার পরিবেশ সৃষ্টি করেছে।