
ফজলে রাব্বি পাপপু
(ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
দুপুর ১টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতাকে সাথে নিয়ে তিনি নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এরপর তিনি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান ও প্রধান নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের হাতে তার মনোনয়ন ফরম হস্তান্তর করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস নবী নগর উপজেলাবাসীর নিকট দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নবীনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। আশা করি, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন
ফুরকানুল ইসলাম সাবেজ, সহ-সভাপতি, নবীনগর উপজেলা বিএনপি।
মাইন উদ্দিন মাইনু, সাবেক মেয়র, নবী নগর পৌরসভা।
হাবিবুর রহমান খায়ের, সাবেক সহ-সাধারণ সম্পাদক, নবী নগর উপজেলা বিএনপি।
আবু ছায়েদ, কমিশনার ৪ নং ওয়ার্ড ও সম্মানিত সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি,
হযরত আলী, সম্মানিত সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা,
মফিজুর রহমান বকুল, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক,
বিএনপি নেতা তাহের কমিশনার, শফিক মোল্লা, সাবেক সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি।
আপেল মাহমুদ, সাবেক সভাপতি, নবীনগর উপজেলা ছাত্রদল।
আশরাফ হোসেন রুবেল, সাবেক সভাপতি, নবীনগর পৌর ছাত্রদল।
রাকিবুল ইসলাম শাহীন, সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
মামুন কমিশনার, সভাপতি, নবী নগর উপজেলা জিয়ামঞ্চ।
তরিকুল ইসলাম, সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদল।
গোলাম সামদানী রিদয়, সাবেক আহ্বায়ক, নবী নগর সরকারি কলেজ ছাত্রদল এবং যুবদল নেতা রাজু খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।