
আমার সকাল ২৪ নিউজ ডেক্স
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের মাত্র তিন দিন পর এক মা নবজাতক কন্যা সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে পালিয়ে গেছেন। শিশুটির পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, “আমি একজন হতভাগীনি মা। পরিস্থিতির শিকার। আমার বুকের ধনকে রেখে গেলাম, দয়া করে দেখবেন।” শিশুটির সঙ্গে কিছু ওষুধও ছিল।
হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নবজাতককে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন। শিশু সুস্থ রয়েছে এবং নিয়মিত খাবার ও যত্ন দেয়া হচ্ছে।
ডা. গোলাম আহাদ বলেন, “শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, কার তত্ত্বাবধানে শিশুটিকে দেয়া যেতে পারে।” হাসপাতাল পরিচালক ডা. ফজলুর রহমান জানান, ৩ দিনের ফুটফুটে কন্যাশিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, তবে আইনি প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেয়া হবে।
ঘটনার পরদিন থেকেই হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটি দেখতে এবং দত্তক নেওয়ার জন্য ভিড় করছে নারী-পুরুষ। শিশুটির চিঠি ও ফুটফুটে মুখ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।