
নিউজ ডেস্ক আমার সকাল ২৪
রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে ননদের কামড়ে গুরুতর আহত হয়েছেন পারুলী বেগম নামের এক গৃহবধূ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয়ে পারুলী বেগমের সাথে শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে বিবাদ লেগেই থাকত। ঘটনার দিন পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ননদ ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তার কামড়ে পারুলীর ঠোঁট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, ক্ষতস্থান পুনর্গঠনের জন্য অপারেশন করা হয়েছে, তবে সম্পূর্ণ আগের অবস্থায় ফেরানো সম্ভব নাও হতে পারে।
পারুলী বেগম বলেন, “আমি ন্যায় বিচারের জন্য মামলা করব।”
এদিকে রাজবাড়ী জেলা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।