
লামা (বান্দরবান) প্রতিনিধি: আজিজুল হাকিম
বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নে নদীর পাড় ঘেঁষেই ব্যাপকভাবে তামাক চাষ চলছে। স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা ও পরিবেশ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী নদী থেকে ৫০ ফুটের মধ্যে তামাকসহ কোনো ক্ষতিকর ফসল চাষ নিষিদ্ধ থাকলেও কিছু কৃষক এসব নিয়ম মানছেন না।
সরেজমিনে দেখা যায়—নদীর একদম ধারে সারিবদ্ধভাবে তামাক ক্ষেত গড়ে তোলা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পানি ও মাটির দূষণের ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, তামাক চাষে ব্যবহৃত অধিক মাত্রার রাসায়নিক সার ও কীটনাশক নদীর পানিতে মিশে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
এলাকাবাসীর আরও দাবি, ঘটনাটি দীর্ঘদিন ধরে চললেও উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকির অভাবে কৃষকরা বরং নদীর কাছাকাছি নতুন এলাকায় তামাক চাষ বাড়িয়ে দিচ্ছেন।
সচেতন মহল বলছে, দ্রুত তামাক চাষ বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগের কার্যকরী উদ্যোগ প্রয়োজন—যাতে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা যায়।