সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় মামীর সাথে নদীর পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তাকিয়া (১০) নামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার পশ্চিম পাটিচড়া এলাকায় আত্রাই নদীতে।
নিহত তাকিয়া পত্নীতলা উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামের রিপন আলীর মেয়ে ও উপজেলা সদরের স্টামফোর্ড কিন্ডারগার্টেনের ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য বিপুল জানান, নিহত শিক্ষার্থীর বাবার সাথে তার মায়ের বনিবনা না হওয়ায় তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়। এরপর থেকে সে তার মায়ের সাথে নানার বাড়িতে থাকে। শুক্রবার দুপুরে তার মামীর সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানালে তারা দীর্ঘ দেড় ঘন্টা খোঁজাখুজির পর তাকিয়া কে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোন আপত্তি না থাকায় নিহতের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।