নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট কাটপট্টি এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মদ ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মৃত খালেকের স্ত্রী পলি ও তার মেয়ে শিউলির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লিটার চোরাই মদ এবং অন্য একটি আসামির বাড়ি থেকে আরও ২ থেকে ৩ লিটার চোরাই মদসহ সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পলি ও শিউলি চোরাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মান্দা-নিয়ামতপুর সার্কেলের এএসপি জাকিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান, এসআই শামীমসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
অভিযান শেষে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়।