মোঃ মমিন আলী, স্টাফ রিপোর্টার
নওগাঁর আত্রাইয়ে ভ্যাতিজার লাঠির আ*ঘাতে চাচা আজিজার রহমান(৬৮) নি*হত হয়েছে। এ ঘটনায় ভাতিজা সহোদরকে পুলিশ গ্রেফ*তার করেছে।
মঙ্গলবার ১৯ আগস্ট ভোরে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে দুই ভ্যাতিজা বাবু ও আলীমকে পুলিশ গ্রেফ*তার করেছে। গ্রেফ*তারকৃতরা উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামের মৃ*ত আলাউদ্দিনের দুই ছেলে এবং নি*হত আজিজারের দুই ভাতিজা।
স্থানীয়রা জানান, গত ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিরো*ধ পূ্র্ণ জমির বাঁশ কা*টাকে কেন্দ্র করে চাচা-ভ্যাতিজাদের মধ্যে চরম বাকবিদন্ডা শুরু হয়। এক পর্যায় ভাতিজারা চাচা আজিজার রহমানকে লাঠি দিয়ে আ*ঘাত করে। এতে করে চাচা আজিজার রহমান ঘটনা স্থলেই মা*রা যায়। এঘটনায় নিহ*তের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আ*সামি করে একটি হ*ত্যা মা*মলা দায়ের করেন। ঘটনার পর ভাতিজারা পালিয়ে যায়।
আত্রাই থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রে*ফতার করে।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফ*তারকৃতদের আদা*লতের মাধ্যমে জেল হা*জতে প্রেরণ করা হয়েছে।