সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর মিজানুর নামে এক ড্রাইভার দেখতে পান দোকানের তালা ভেঙে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে সাটার নামিয়ে দেয়। কৌশলে মিজানুর সাটারে নিজের তালা লাগিয়ে চোরকে ভেতরে আটকে রাখেন। পরে মালিক সিদ্দিককে খবর দিলে তিনি স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে এসে সুরুজকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক সুরুজ বদলগাছী সরদারপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে ও বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চাকরাইল গ্রামের শাহিন, মাইন এবং সরদারপাড়ার জোবায়ের হোসেনকে গ্রেফতার করে। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।