নওগাঁর মান্দায় গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূলহোতা বুলবুল গ্রেপ্তার
✍️ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া গলিত লাশের ঘটনায় অভিযুক্ত মূলহোতা আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাতের দিকে কশব ভোলাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত বুলবুল (২২) মান্দা উপজেলার কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠিও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বুলবুলকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়।
ঘটনার বিষয়ে নিহত আব্দুল জব্বারের স্ত্রী জাহানারা বিবি বাদী হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল জব্বার (৪৫) নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে। তিনি গত ২৮ মার্চ সকালে পাওনা টাকা আনতে বুলবুলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
এরপর বুধবার দুপুরে স্থানীয়রা তালপুকুরিয়া বিলে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং নিহতের স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত বুলবুল স্বীকার করেছে যে, লাঠি দিয়ে আঘাত করে আব্দুল জব্বারকে হত্যা করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানো হয়েছে, এবং মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।”