
মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁয় সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে কলেজছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে ওই আপত্তিকর মেসেজের বিভিন্ন স্ক্রিনশট ঝুলিয়ে রাখে।
প্রকাশিত স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অধ্যক্ষ সামসুল হক ছাত্রীদের ওড়না ছাড়া ছবি ও বিভিন্ন সাজে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিভাবকরা অভিযোগগুলো যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।