নওগাঁর শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
ফজলে রাব্বী
মান্দা উপজেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় নাশকতা মামলায় বাংলাদেশ শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে মান্দা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় শ্রমিকলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে মান্দা থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, “আইনানুগ প্রক্রিয়াতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
