মোঃ মমিন আলী, স্টাফ রিপোর্টার
নওগাঁ জেলার পোরশা থানার সারাইগাছি টু আড্ডা সড়কে শনিবার দিবাগত রাত ১০টার দিকে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতি। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সড়কের উপর গাছ ফেলে চলাচলরত গাড়িগুলোকে থামিয়ে দেয়। পরে হঠাৎ করে ডাকাতদল গাড়িগুলোর যাত্রীদের উপর হামলে পড়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় একাধিক গাড়ির যাত্রী ডাকাতির শিকার হয়েছেন বলে জানা গেছে। হঠাৎ এ ঘটনায় সড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল পালিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে পোরশা থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।