
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’–এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর আত্রাই–মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,
“গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয়। অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে।”
তিনি চ্যানেল এস-এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন,
“চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। মাঠপর্যায়ে থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে দর্শক, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি সত্য প্রকাশে অনড় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।