নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি | মোঃ আব্দুস ছালাম
নওগাঁর আত্রাই উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মেসার্স উদিত ট্রেডার্সের মাধ্যমে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ডধারী উপকারভোগীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিসিবি ডিলার মেসার্স উদিত ট্রেডার্স সুশৃঙ্খলভাবে পণ্য সরবরাহ করছে। ডিলার শ্রী উদিত সাহা জানান, ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিনগুলোতে নিয়মিত টিসিবি পণ্য সরবরাহ করা হবে।
টিসিবি ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল দেওয়া হচ্ছে, যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।
এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন বলেন, এই ইউনিয়নে অসহায় কৃষক, জেলে ও নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি, পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষও উল্লেখযোগ্য। সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছেন।
তারা আরও জানান, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ যেন ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সহজে পায়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। টিসিবির এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
