
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম।
সভায় খবিরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি আত্রাইকে আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেবেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় আত্রাইয়ের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।