
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের সাথে স্থানীয় প্রশাসনের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব শিক্ষকদের।”
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সবসময় শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাঁচুপুর ইউনিয়নের প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষক-শিক্ষিকাদের শিশুদের নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এ সময় পাঁচুপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।