
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় ১৬ ব্যাটালিয়ন বিজিবি মালিকবিহীন ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। মঙ্গলবার ভোররাতে আদাতলা সীমান্ত এলাকা থেকে এই ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালান। তারা সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার উপর থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করেন।
১৬ ব্যাটালিয়ন বিজিবি নওগাঁর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রাখবে।