আশরাফুদ্দীন আল আজাদ
বিশেষ প্রতিনিধি, ধুনট
বগুড়ার ধুনট উপজেলায় দুঃস্থ ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার, স্কুল বেঞ্চ, ডাস্টবিন, ফুটবল, সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের অংশ হিসেবে কম্পিউটার ও বেঞ্চ সরবরাহ করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয় ডাস্টবিন এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল। দুঃস্থ নারীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেওয়া হয় সেলাই মেশিন। পাশাপাশি গৃহনির্মাণ সহায়তার আওতায় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় উপকারভোগীদের মাঝে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেহেনা খাতুন, ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও উন্নয়নমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।