আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আব্দুর রহিম (৩৮) প্রায় পাঁচ বছর আগে ছামাদ সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকায় জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হন এবং প্রাথমিকভাবে ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। এরপর জমির দখল বুঝে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছেন।
কিন্তু জমির দলিল সম্পাদনের আগেই ছামাদ সরকার সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার ওয়ারিশগণ—ছেলে গোলাম নবী (৩৫) ও স্ত্রী গোলাপী খাতুন (৬৫)—ওই জমি নিয়ে টালবাহানা শুরু করেন। এ সময় তাদের সাথে যোগ দেন আরেক ব্যক্তি সোহরাফ সরকার (৫০), যিনি তাদেরকে নানা কুপরামর্শ দেন বলে অভিযোগ।
গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে অভিযুক্তরা আব্দুর রহিমের দখলকৃত জমিতে রোপণকৃত ধানের চারা জোরপূর্বক তুলে ফেলে প্রায় ৭ হাজার টাকার ক্ষতি করে। বিষয়টি জানতে পেরে বাদী প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং বাঁশের লাঠি নিয়ে হামলার হুমকি দেয়। তারা পুনরায় জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখিত জমির পরিমাণ মাত্র ৪ শতক হলেও বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মাতব্বর নাজমে আলম বাবলু জানান, “আমার উপস্থিতিতেই এই জমির বায়না হয়। সামাদ নিজ হাতে টাকা নিয়ে স্বাক্ষর করেছে। আমি নিজেও বায়নার সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছি।”
এ ঘটনায় ধুনট থানা এখনও তদন্ত করছে বলে জানা গেছে।