ধুনটে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আশরাফুদ্দীন আল আজাদ
বিশেষ প্রতিনিধি
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ আগস্ট (মঙ্গলবার) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার আওতাধীন ধুনট উপজেলা শাখা এ আয়োজন করে। শাখা সভাপতি মুফতী শাহাদাত হোসাইন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহীন আলম-এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি ধুনট বাজার মসজিদ থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—
মুফতী শাহাদাত হোসেন, হাফেজ মাও. আশরাফুদ্দীন আল আজাদ, হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান, হাফেজ মাও. আতিকুর রহমান, হাফেজ মাও. খোরশেদ আলম, মুফতী আব্দুস সবুর, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা এরশাদুল ইসলাম ও আশাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে স্বৈরাচারী শাসনের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। ২৪ জুলাইয়ের বিপ্লব সেই শাসকের পতন ঘটিয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া না দিতে পারে, সে লক্ষ্যে রাষ্ট্র সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন।
তারা আরও বলেন, বাকশালমুক্ত, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।