আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০জুলাই) বুধবার সকাল ১০ঘটিকায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলার ফিল্ড সুপার ভাইজার মীর মোঃ আরিফ-এর সভাপতিত্বে এবং মডেল কেয়ার টেকার মোঃ আব্দুল হালিম-এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মউশিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান মতি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক/শিক্ষিকাদের অধিকারের কথা বলেন ও যে কোনো দুর্যোগে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সেইসাথে গত ১৭মে ২০২৫ইং তারিখে ঢাকায় আন্দোলনে ৩জন শিক্ষক নিহত হওয়ার ঘটনার সমবেদনা ও কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা মউশিক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা, রুহুল আমিন, ধুনট উপজেলা মউশিক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন, গোসাইবাড়ী ভান্ডারবাড়ী কেয়ার টেকার মোছাঃ জান্নাতআরা প্রমুখ।
পরিশেষে গত ১৭ই মে ২০২৫ইং তারিখে ঢাকায় আন্দোলনে ৩জন নিহতদের মাগফিরাত কামনা করে দু’আ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।