
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আস-সুন্নাহ একাডেমি–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি অনুষ্ঠানটি জনাব ওমর আলী–এর সভাপতিত্বে এবং মুফতী কাওছার আহমাদ–এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা কে এম সুলতান মাহমুদ। তিনি বক্তৃতায় বলেন, "বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ একাডেমি শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট বাজার মসজিদের ইমাম মাওলানা আরিফুল্লাহ, ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান সুমন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আসদুজ্জামান নুর, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা হেলাল উদ্দিন সাইফী এবং মাওলানা ফরহাদুজ্জামান সহ এলাকার বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা উল্লেখ করেন, আস-সুন্নাহ একাডেমির মূল লক্ষ্য হলো ছেলে-মেয়েদের জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি সমাজের জন্য আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আস-সুন্নাহ একাডেমি বিলনোথার এলাকায় শৈলমারী গ্রামে অবস্থিত এবং স্থানীয়রা মনে করছেন, এটি এলাঙ্গী ইউনিয়নে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার প্রতীক হবে।