বরগুনা-১ আসনে জাল ভোটে একজন যুবককে ধরে নেওয়া হয়েছে। মো. সাব্বির নামে পরিচিত এই যুবককে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে গ্রেফতার করা হয়েছে। ভোট দিতে গিয়ে ধরা খেলার পর, সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়েছে।
এই ঘটনায় গ্রেফতার সাব্বির হলেন এম বালিয়াতলী ইউনিয়নের বাইনসমত্ত গ্রামের ছগির মিয়ার ছেলে। বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১০ জন, যেখানে নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৪৪ জন।
ভোটকেন্দ্রে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন আকন বলেন, "সাব্বির সকাল ১০টার দিকে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট দেয়ার আগে তার তথ্য যাচাই করেন পোলিং অফিসাররা। তথ্য যাচাই বাছাইতে দেখা যায়, এর আগেও তিনি একবার ভোট দিয়েছেন। পরে আবারও ভোট দিতে যান তিনি। এ সময় কেন্দ্রে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। সাব্বিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"