দৌলতপুরে সরকারি সার বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি ভর্তুকিমূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ নভেম্বর) বিকেলে দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম। সার ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স এনায়েত ট্রেডার্স ও দিপু ট্রেডার্সকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, যথাযথ নথি সংরক্ষণ না করা, সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনিয়মের সঙ্গে জড়িত থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
