মোঃকাউছার আহমেদ, দৌলতপুর উপজেলা (মানিকগঞ্জ) প্রতিনিধি:
দৌলতপুরে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “৩১ দফা কর্মসূচি গণতন্ত্রের সুরক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে আনবে। এই কর্মসূচির মাধ্যমে সব জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে।”
তিনি দলীয় ঐক্য, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয়ে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।