দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন ইউএনও
কাউছার আহমেদ, দৌলতপুর উপজেলা প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে দৌলতপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
আগামী রবি মৌসুমে গম, সরিষা সহ বিভিন্ন ফসলের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মঈজসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন ইউএনও নাহিয়ান নুরেন। উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মঈজসহ স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
