
কাউছার আহমেদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ডিএমআইই (বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. বেলাল হোসেন। তিনি প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ডিএমআইই পদ্ধতির গুরুত্ব, উদ্দেশ্য, নীতিমালা, তথ্য প্রবাহ এবং ইউনিয়ন পরিষদ থেকে জেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
শেষে প্রশিক্ষণার্থীদের মতামত গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।