
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযানে অভিনব কায়দায় ট্রাকের বালির নিচে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ওইদিন বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে বালির নিচে চতুরভাবে লুকানো ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। ট্রাকসহ পণ্য জব্দ করে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।