শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের সময় বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রী পিছ জব্দ করেছে বিজিবি।
৭ মার্চ শুক্রবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন এসব পণ্য আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা
করে মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারতীয় শার্ট পিছ-২৭১৮টি, প্যান্ট পিছ-৪২১৬ মিটার, শাড়ী-৯০ পিস, থ্রী পিছ-২৩ পিস, থান কাপড়-১৯১০.১১ মিটার এবং সোফার কাপড়-৩০০.৭৫ মিটার আটক করে।
যার আনুমানিক বাজার মূল্য ১,৫৪,৩২,৮৭১/- (এক কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার আটশত একাত্তর) টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় শার্ট পিছ, প্যান্ট পিছ, শাড়ী, থ্রী-পিছ, থান কাপড়সহ দেড় কোটি টাকার উপরে অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে।