![]()
আনারুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
দূর্গাপুরে বিজিবির বিশেষ অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই মদ উদ্ধার করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।