সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীমণ্ডপ গ্রামে চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি ও জোড়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার করা হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা ও লুট করা মোবাইল ফোন।
গত ৮ জুলাই রাতে আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভাকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। জীবিত ছিল শিশু রুকাইয়া, যাকে ভয় দেখিয়ে ছেড়ে যায় তারা। লুট করে নেয় স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার পর ১০ জুলাই দুপচাঁচিয়া থানায় মামলা হলে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে ঢাকার কমলাপুর ও কুড়িগ্রামের চর জামাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আব্দুল হাকিম, আব্দুল মান্নান ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আফতাবের পাম্পে চাকরিচ্যুত হওয়ায় ক্ষিপ্ত হয়ে মান্নান হত্যার পরিকল্পনা করে। এরপর ডাকাত সর্দার হাকিম ও সহযোগীদের নিয়ে ঘটায় ভয়াবহ এ হত্যাকাণ্ড।
উল্লেখ্য, গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।