মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নি.হ.ত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ম.র্মা.ন্তি.ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী দুইটি দ্রুতগতির বাসের মাঝখানে একটি মোটরসাইকেল আটকে গেলে চাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নি.হ.তরা হলেন—মোটরসাইকেল চালক মো. মুন্না (৩০), পিতা আব্দুল মান্নান এবং আরোহী মো. মেহেদী হাসান (২৯), পিতা জাহাঙ্গীর আলম। দুজনই চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ম.র.দে.হ উ.দ্ধা.র করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস দুটির মধ্যে ‘তিশা প্লাস’ নামে একটি বাস জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই শিশির জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।