দিনাজপুর সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী নুরুল হুদা বাবুর মতবিনিময়
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় বিএনপি’র আয়োজনে পার্বতীপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “সাংবাদিকদের কলমের কালি রাজনৈতিক নেতাদের সঠিক পথ দেখাতে সাহায্য করে। আপনারাই সমাজের দর্পণ। আমি আপনাদের মাধ্যমে পার্বতীপুর ও ফুলবাড়ী অঞ্চলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে থাকবে না প্রতিহিংসা বা বিভাজন।”
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, হাবিব ইফতেখার, মাহমুদুর রহমান, শা.ম. হায়দার, মামুনুর রশীদ, মিনহাজুল হক, বদরুদ্দোজা বুলু, আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া হোসেন ও মিলন পরভেজ প্রমুখ।













