দিনাজপুরে ১২ কিমি এলাকাজুড়ে উচ্ছেদ পরিকল্পনার বিরুদ্ধে গ্রামবাসীর তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক | আমার সকাল ২৪ |
দিনাজপুরের পুলহাট থেকে কমলপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় হাজার হাজার পরিবারের বসতবাড়ি উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে নেমে আসে আতঙ্ক ও ক্ষোভের ঝড়।
গ্রামবাসী মো. ফজলুর রশিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই মাটিতেই আমাদের বাব-দাদার কবর, এই ঘরেই আমাদের সন্তানদের জন্ম। মসজিদ, তেলের পাম্প, অটো রাইস মিল, ব্যবসা—সবকিছুই এখানে। আমরা এই মাটি ছাড়বো না। জীবন থাকলে এই অন্যায় বাস্তবায়ন হতে দেব না।”
অভিযোগ উঠেছে, হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নোটিশ দেওয়া শুরু হয়েছে। জনগণের মতামত ছাড়াই এমন অমানবিক সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের ভাষ্যমতে, এই এলাকায় প্রায় এক লাখ মানুষের বসবাস রয়েছে।
স্থানীয় প্রবীণরা বলেন, “আমরা সরকারের উন্নয়ন চাই, তবে উন্নয়নের নামে মানুষের ঘরবাড়ি কেড়ে নেওয়া উন্নয়ন নয়, এটা ধ্বংস।”
এদিকে, এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন—উচ্ছেদ পরিকল্পনা অবিলম্বে বাতিল না হলে তারা রাজপথে নেমে আন্দোলনে নামবেন।
গ্রামবাসীর দাবি:
উচ্ছেদ পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।
স্থায়ী পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না।
দিনাজপুরের এই এলাকার মানুষের ঘরবাড়ি রক্ষায় সরকারকে দায়িত্ব নিতে হবে।













