দিনাজপুর ‘এবি ব্যাংক পিএলসি’ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইকবাল হাইস্কুলের হলরুমে আয়োজিত এ ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মো. মুস্তাক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি ব্যাংক দিনাজপুর শাখার এভিপি মো. খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক দিনাজপুর শাখার সিনিয়র অফিসার মো. রাসেল মাহমুদ, মো. সাদেকুল ইসলাম, পঙ্কজ রায় এবং মোহাম্মদ আলমগীর হোসাইন।
বক্তারা বলেন, এবি ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ডিপোজিট ও স্কুল ব্যাংকিংয়ের সুবিধা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা বিষয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে কলেজের শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।