
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম
(বিপি-৮৬১১১৩৪০১৬) (পুলিশ পরিদর্শক) স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায়, গত ৮ নভেম্বর, শনিবার, (আনুমানিক) দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে অবস্থানকালে তিনি আকস্মিকভাবে স্ট্রোক করেন। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তার মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেন এবং ঐদিনই তার মস্তিষ্কে রক্তক্ষরণ কারনে অস্ত্রপাচার সম্পন্ন হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু টানা ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি (১০ নভেম্বর) মৃত্যুবরণ করেন।