
মোঃ এরশাদুল হক, নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-কচাকাটা) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬:৩০ মিনিটে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কাটগিরীর চর এলাকায় অনুষ্ঠিত হয়। স্থানীয় শতশত নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “দাঁড়িপাল্লা হলো ন্যায় ও সুবিচারের প্রতীক। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে, শান্তিপূর্ণ সমাজ গড়তে এবং জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, চিকিৎসা, কৃষি, শিক্ষাসহ প্রায় সব ক্ষেত্রেই পশ্চাদপদতা স্পষ্ট। আমি নির্বাচিত হলে জনগণের জীবনমান উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবো।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সময় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”